হোম > অর্থনীতি

কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ডের হাতছানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর চলতি অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতায় চমক সৃষ্টি করেছে। এখনো ১৩ দিন বাকি থাকতেই, ২০২৪-২৫ অর্থবছরের ১৬ জুন পর্যন্ত হ্যান্ডলিং হয়েছে ৩১ লাখ ৭৮ হাজার ৯৬০ টিইইউস, যা আগের বছরের পুরো হিসাবকে ছাড়িয়ে গেছে।

২০২৩-২৪ অর্থবছরে বন্দরে হ্যান্ডলিং হয়েছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস। তার আগের বছর, ২০২২-২৩ সালে হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ৩০ লাখ ৭ হাজার ৩৭৫ টিইইউস। অর্থাৎ টানা তিন বছর বন্দরের পারফরম্যান্স বেড়েই চলেছে। এবার বন্দর কর্তৃপক্ষ আশা করছে, পুরো অর্থবছর শেষে এ সংখ্যা ৩৩ লাখ টিইইউস ছুঁতে পারে—যা হবে দেশের জন্য নতুন এক রেকর্ড।

এই অগ্রগতির পেছনে রয়েছে বন্দরের প্রযুক্তি আধুনিকীকরণ ও অবকাঠামোগত উন্নয়ন। চালু হয়েছে ই-গেট পাস, অপারেশন অটোমেশন, কনটেইনার অপারেটিং সিস্টেমের আধুনিকায়নসহ একাধিক উদ্যোগ। ফলে পণ্য খালাসের সময় কমেছে, কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বেড়েছে।

চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন বলেন, ‘বিভিন্ন সংকট থাকা সত্ত্বেও আমরা ১৫ জুনের মধ্যেই আগের বছরের তুলনায় বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছি। আরও ১৩ দিন সময় আছে। আমরা আশাবাদী, এবার রেকর্ড হ্যান্ডলিং হবে।’

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সেবা শতভাগ অনলাইনে

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড