হোম > অর্থনীতি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বিশেষ অনুষ্ঠান

গত ২০ মার্চ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বিনিয়োগকারীদের নিয়ে অনুষ্ঠান। ছবি: হাইকমিশন

বাংলাদেশের হাইকমিশনারের উদ্যোগে দিল্লিতে ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান হয়েছে। আগামী ৭–১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’–এর আগে এই অনুষ্ঠানটি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত হয়।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে দিল্লির কূটনৈতিক অঞ্চলে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণে এই অনুষ্ঠানে বিভিন্ন বড় এবং মাঝারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে। তিনি আরও উল্লেখ করেন, প্রচুর জনশক্তি সরবরাহ এবং প্রতিযোগী শ্রমশক্তির কারণে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য মুনাফা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের সামনে একটি বিশদ উপস্থাপনা পেশ করেন বাংলাদেশ হাইকমিশনের পলিটিক্যাল মিনিস্টার আব্দুল্লাহ আল মামুন। প্রশ্নোত্তরে কাউন্সেলর (বাণিজ্য) ইফতেখার উদ্দিন শামিন এবং কাউন্সেলর (অর্থনীতি) জহিরুল ইসলাম বিভিন্ন দিক তুলে ধরেন।

এই অনুষ্ঠানে অশোক লেল্যান্ড এবং লারসেন অ্যান্ড টুব্রোর মতো শীর্ষস্থানীয় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়