হোম > অর্থনীতি

চিনির দাম কমানোর ঘোষণা সরকারের, বাড়ালেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘পেপারে দেখলাম চিনির দাম কেজিতে তিন টাকা কমল। কিনতে গিয়া দেখা যায় কেজিতে এক টাকা বেশি। আগে ৫০ কেজির বস্তা কিনছি ৫ হাজার ৪৫০ টাকায়। এখন কিনছি ৫ হাজার ৪৯০ টাকায়।’–বলছিলেন কেরানীগঞ্জের আগানগর এলাকার মুদিদোকানি সৌরভ মাহমুদ। এই খুচরা ব্যবসায়ীর কথা থেকেই বোঝা যায় পাইকারি বাজারের হালচাল।

৬ এপ্রিল চিনির দাম কেজিতে ৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সেই ঘোষণা অনুযায়ী প্রতি কেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৯ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু বাজারের চিত্র ঠিক তার বিপরীত। সরকার কমানোর ঘোষণা দিলেও ব্যবসায়ীরা উল্টো বাড়িয়ে দিয়েছেন চিনির দাম।

রাজধানীর এক মুদিদোকানি আসাদ জামান জানান, কোম্পানির লোকেরা প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম ১১২ টাকা এবং খোলা চিনির দাম ১০৯ টাকা নিচ্ছেন তাঁদের কাছ থেকে। আর তাঁরা বিক্রি করছেন ১১৫ টাকা কেজি।

মুদিদোকানিদের অভিযোগ, ঢাকার মৌলভীবাজারে মা ট্রেডার্স, হক স্টোর, সোহাগ ট্রেডার্স, জামাল স্টোর, মহসিন স্টোর, ইয়াছিন অ্যান্ড সন্স, হাজি মুসলিম, সিটি গ্রুপের শোরুম ও এশিয়া ফুড সিন্ডিকেট করে চিনির দাম বাড়াচ্ছে। তাদের নির্ধারিত দামেই চিনি কিনতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের।

জানতে চাইলে চিনির পাইকারি ব্যবসায়ী মেসার্স জব্বার অ্যান্ড সন্সের হাজি আবদুল জব্বার বলেন, ‘আপনারা বড় কোম্পানির অফিসে গিয়ে জিগান, তারা সরকারের কাছে কমিটমেন্ট দিয়ে কেন সে দামে চিনি বিক্রি করতেছে না। আপনারা তো কোম্পানির বিরুদ্ধে লিখতে পারবেন না। আপনারা পারেন শুধু ছোট ব্যবসায়ীর সঙ্গে।’

দেশের চিনির অন্যতম বড় আমদানিকারক চট্টগ্রামের এস আলম গ্রুপ। সরকার কমানোর পরেও কেন তারা চিনির দাম বাড়াল, জানতে চাইলে এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাউদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার দাম কমালেই কী আর হয়। বিশ্ববাজারে প্রতি টন চিনির দাম ৫৬০-৫৮০ ডলার হয়েছে। সবার হাতে এখন মোবাইল ফোন রয়েছে। আগে মানুষ অন্ধ ছিল। এখন বিশ্ববাজার মানুষের হাতের মুঠোয়।’

কাজী সালাউদ্দিন খান আরও বলেন, মিলাররা দাম বাড়াতে পারেন না। পরিবেশকেরা সারা জীবন মিলারদের আর পাইকারি ব্যবসায়ীরা পরিবেশকদের দোষারোপ করে আসছেন।

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা