হোম > অর্থনীতি

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে মনোনয়ন পেয়েছেন এডিমন জিনটিং। তিনি মনমোহন পারকাশের স্থলাভিষিক্ত হবেন। এডিমন জিনটিং এডিবির উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিবিতে এডিমন জিনটিং প্রায় ১৪ বছর ধরে কাজ করছেন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। এছাড়া ইন্দোনেশিয়ার পার্লামেন্টের বাজেট কমিটিতে পরামর্শকের ভূমিকাও পালন করেছেন তিনি। বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী এবং অংশীজনদের সঙ্গে এডিবির নীতি আলোচনায় এখন থেকে জিনটিংই নেতৃত্ব দেবেন। 

দায়িত্ব পেয়ে জিনটিং বলেছেন, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানো, উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরতে এবং করোনা মহামারির ধকল কাটানোসহ উন্নয়ন লক্ষ্য পূরণে এ দেশের মানুষ ও সরকারের সঙ্গে কাজ করতে চাই। 

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব উন্নয়ন এগিয়ে নিতে, আরও টেকসই প্রবৃদ্ধির পথে উৎসাহ যোগাতে সরকার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবো। 

উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভ করে। এখন পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এডিবি বাংলাদেশকে ৪৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা ও অনুদান দিয়েছে। 

এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে