হোম > অর্থনীতি

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে মনোনয়ন পেয়েছেন এডিমন জিনটিং। তিনি মনমোহন পারকাশের স্থলাভিষিক্ত হবেন। এডিমন জিনটিং এডিবির উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিবিতে এডিমন জিনটিং প্রায় ১৪ বছর ধরে কাজ করছেন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। এছাড়া ইন্দোনেশিয়ার পার্লামেন্টের বাজেট কমিটিতে পরামর্শকের ভূমিকাও পালন করেছেন তিনি। বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী এবং অংশীজনদের সঙ্গে এডিবির নীতি আলোচনায় এখন থেকে জিনটিংই নেতৃত্ব দেবেন। 

দায়িত্ব পেয়ে জিনটিং বলেছেন, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানো, উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরতে এবং করোনা মহামারির ধকল কাটানোসহ উন্নয়ন লক্ষ্য পূরণে এ দেশের মানুষ ও সরকারের সঙ্গে কাজ করতে চাই। 

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব উন্নয়ন এগিয়ে নিতে, আরও টেকসই প্রবৃদ্ধির পথে উৎসাহ যোগাতে সরকার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবো। 

উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভ করে। এখন পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এডিবি বাংলাদেশকে ৪৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা ও অনুদান দিয়েছে। 

অরাজক এলপিজির বাজার

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

ডিসেম্বরে অর্থনীতিতে গতি কিছুটা বেড়েছে

ইউনিলিভার-নেসলেসহ ১০ প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে বৈঠকে অর্থ উপদেষ্টা

সাধারণ বিমা কোম্পানির এজেন্ট লাইসেন্স স্থগিত

পাসপোর্ট এন্ডোর্সমেন্টে মানি চেঞ্জারদের সর্বোচ্চ ফি বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

এলপিজি সংকটে রিফিল হচ্ছে না ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার, দাবি ব্যবসায়ীদের

অনলাইনে ভ্যাট রিফান্ড চালু, সরাসরি টাকা যাবে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল