হোম > অর্থনীতি

১ জুলাই থেকে বন্ধ হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিতের ঘোষণা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাঁরা ১ জুলাই পরবর্তী ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইটের টিকিট কিনেছেন, তাঁরা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই টিকিটের পুরো মূল্য ফেরত নিতে পারবেন। এ জন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কিছুদিন পর সেটি বন্ধ হয়ে যায়। এরপর ১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান, যা ২০০৬ সালে বন্ধ হয়। পরবর্তীকালে দীর্ঘ প্রায় দেড় যুগ পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বরে পুনরায় ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করে বিমান। কিন্তু দেড় বছরের মাথায় আবারও এই রুটে ফ্লাইট স্থগিত হচ্ছে।

যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেল শ্রীলঙ্কা

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

প্রক্রিয়াজাত-রপ্তানিতে কাঠামোগত সংকট: কৃষি-শিল্প সংযোগে বড় ঘাটতি

বাজারে নৈরাজ্য: এলপিজির সংকট নিরসনে সরকারের পাঁচ পদক্ষেপ

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

মানি লন্ডারিং প্রতিরোধে জনতা ব্যাংক ও বিএফআইইউর সভা

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বসুন্ধরায় নারী উদ্যোক্তাদের মেলা শুরু