হোম > অর্থনীতি

৩৭ কর্মদিবসে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা ৫ কর্মদিবস পতনের পর দুই দিন উত্থান দেখা গেল পুঁজিবাজারে। এর ফলে ৩১ পয়েন্ট হারানোর পর মঙ্গল ও বুধবার মিলিয়ে সূচকে যোগ হলো ১২ পয়েন্ট। তার চেয়েও ইতিবাচক দিক হলো, এক দিন পরেই লেনদেন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

গতকাল বুধবার দেড় মাসের বেশি সময় পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৬০০ কোটি টাকার ঘর ছাড়িয়েছে। দিনভর হাতবদল হয়েছে ৬৪৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট, যা গত ৩৭ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২১ সেপ্টেম্বর, যার পরিমাণ ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকা।

অথচ এক দিন আগে মঙ্গলবার সূচক বাড়লেও লেনদেন নেমেছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার ঘরে। অর্থাৎ এক দিনেই লেনদেন বৃদ্ধি পায় ৩০৪ কোটি ৫১ লাখ টাকার মতো, যা কিছুটা বিনিয়োগকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেই নির্দেশ করে।

হঠাৎ কোন বিষয়টি বিনিয়োগকারীদের বাজারমুখী করল? এর উত্তরে ঘুরেফিরে আসছে ডিএসইর সদ্য নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামানের কথা। আগের দিন এক অনুষ্ঠানে তিনি পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতা ও পরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তাঁর বক্তব্যে ডিএসইর আরও বেশি ক্ষমতায়ন ও স্বচ্ছতা নিশ্চিতের বিষয়গুলো উঠে আসে।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, তিনি যে প্রতিবন্ধকতা ও সম্ভাবনার কথা বলেছেন, সেগুলোর সবই সত্য। তাঁর কথায় মানুষ অবশ্যই কিছুটা ভরসা পেয়ে থাকতে পারেন।

বেনাপোলে দুই মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক, দৈনিক লোকসান ৩ লাখ টাকা

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই