হোম > অর্থনীতি

অর্থ উপদেষ্টার আহ্বানে সাড়া দিলেন না এনবিআর কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের প্রতিবাদে চলমান আন্দোলনে অর্থ উপদেষ্টার আলোচনার আহ্বানে সাড়া দেননি এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন না তাঁরা। একই সঙ্গে তাঁরা ঘোষণা দিয়েছেন, ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হবে। ওই দিন কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দেশের সব দপ্তর থেকে রাজধানীর এনবিআর কার্যালয়ের দিকে র্যালি করে যাবেন।

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ২২ জুন শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে টানা তৃতীয় দিনের মতো সারা দেশে কর ও শুল্ক কার্যালয়গুলোয় কলমবিরতি পালন করা হয়েছে।

অন্যদিকে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে চান অর্থ উপদেষ্টা। বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে চলমান সংকটের সমাধান খুঁজে বের করার আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকার প্রত্যাশা করে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব পক্ষের ঐকমত্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে। একই সঙ্গে অর্থ উপদেষ্টা এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের দপ্তরে অবস্থান করে রাজস্ব আহরণে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক দফা দাবি তুলে ধরে বলেছে, বর্তমান এনবিআর চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ করতে হবে। তাঁদের দাবি, চেয়ারম্যান অপসারণের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের প্রক্রিয়া শুরু হবে। তাঁরা ৭ জুলাই রাজস্ব ব্যবস্থা সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করার ঘোষণা দিয়েছেন।

পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এনবিআরসহ সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হবে। ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া কর, শুল্ক ও ভ্যাট দপ্তরগুলোয় অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

গত ১২ মে সরকার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠনের অংশ হিসেবে এনবিআর ও আইআরডি বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে। এর পর থেকে এর প্রতিবাদে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি