হোম > অর্থনীতি

উৎপাদক ও ভোক্তার মধ্যে হস্তক্ষেপ কমিয়ে স্মার্ট বাজার ব্যবস্থাপনা করতে চান বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উৎপাদনকারী থেকে ভোক্তা, আমদানিকারীদের থেকে ভোক্তা—এর মধ্যে যেন কোনো হস্তক্ষেপ না থাকে, সে লক্ষ্যে এ বছরের শুরু থেকে স্মার্ট বাজার সিস্টেম চালু করতে চান বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী এহসানুল ইসলাম টিটু।

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে হবে, যাতে সবার ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। এ বছরের শুরু থেকে স্মার্ট বাংলাদেশে আমরা স্মার্ট বাজার ব্যবস্থাপনা করতে চাই। যাতে উৎপাদনকারী থেকে ভোক্তা, আমদানিকারীদের থেকে ভোক্তা—এর মধ্যে যেন কোনো হস্তক্ষেপ না থাকে।’ 

 

বাজারে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না বলেও ঘোষণা দেন নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। কেউ কোনো কারসাজি করে বাজারে অস্থিতিশীলতা তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চাই। কোনো ভয়ভীতি নয়। এ দেশে যারা ব্যবসা করে সবাই দেশপ্রেমিক। আমরা বিশ্বাস করি, তারা মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের দায়িত্ব থাকবে তাদের স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে নিয়ে আসা। নিত্যপণ্য তেল, চিনি, লবণ—এ ধরনের পণ্য নিয়ে যারা কাজ করে, তারা যেন স্বচ্ছতা-জবাবদিহির সঙ্গে কাজ করে—এটা নিশ্চিত করা হবে।’

সিন্ডিকেটের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন—জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট শব্দের সঙ্গে অভ্যস্ত না। দেশে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমি পুঁজিবাজার নিয়ে কাজ করেছি। তখন কোনো সিন্ডিকেট, মজুতদার কোনো কারসাজি করতে পারে নাই। এখানেও আমরা সফল হব। ব্যবসায়ীদের স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে কাজ করতে হবে। আমাদের যথেষ্ট সুযোগ আছে, তাদের অনুরোধ করব, তাদের নিয়ে বসব।’

কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘চাল, ভেজিটেবল, মাছ, ডিম, মুরগি কোনো কিছুতে ঘাটতি নেই। কিন্তু বাজার ব্যবস্থাপনাটা, স্মার্ট বাংলাদেশে স্মার্ট বাজার ব্যবস্থাপনা করতে চাই। উৎপাদক বা আমদানিকারক থেকে ভোক্তা পর্যায়ে সরবরাহের সময় কমিয়ে আনা। সরবরাহ যদি ভালো থাকে, তাহলে কেউ বাজারে কারসাজি করার সুযোগ পাবে না এবং কেউ উচ্চমূল্যে বিক্রি করারও সুযোগ পাবে না।’ 

বাণিজ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে কমোডিটি এক্সচেঞ্জ গড়ে তোলা হবে। বাণিজ্য মন্ত্রণালয় এটির মূল দায়িত্বে থাকবে। 

রপ্তানিকে বৈচিত্র্যময় করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গার্মেন্টসের ওপর অনেক নির্ভরশীল। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন গার্মেন্টসের মতো একই রকম সুযোগ-সুবিধা চামড়া ও পাটশিল্পে যাঁরা আছেন, পাবেন। ওখানে আমাদের ভ্যালু এডিশন অনেক বেশি।’ 

এহসানুল ইসলাম টিটু বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কোনো কিছু উৎপাদন করে না, আমদানিও করে না। বাজার ব্যবস্থাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে। ভোক্তা যাতে সর্বোচ্চ সুযোগ-সুবিধা পায়—সেটা নিশ্চিত করা হবে।

বাজারে কেউ কারসাজি করার চেষ্টা করলে, তা শক্ত হাতে দমন করার প্রত্যয় ব্যক্ত করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘রমজান আসলেই অসাধু কিছু গোষ্ঠী তারা ব্যবসার নামে এই অপকর্মগুলো করে। মজুতদারিকে আমরা শক্ত হাতে দমন করব। আমাদের সব ডিপার্টমেন্ট এ বিষয়ে সচেতন থাকবে।’ 

টিসিবির পণ্য নেওয়া এক কোটি পরিবারকে কবে নাগাদ স্মার্ট কার্ড দিতে পারবেন—এমন প্রশ্নের উত্তরে টিটু বলেন, ‘টিসিবির যে এক কোটি পরিবার রয়েছে তাদের তথ্য নিয়েছি, সেটা যাচাই-বাছাই চলছে। যেগুলো যাচাই-বাছাই হয়ে গেছে, সেগুলোর কার্ড ইস্যু করা হচ্ছে। আশা করছি, জুনের মধ্যে কার্ড দিতে পারব। তার জন্য কার্যক্রম বন্ধ থাকবে না। এখন যে তালিকা আছে, সেটা ধরেই দেব। এটা হলে ডিজিটাল যে ব্যবস্থা তখন সবাই হাতে হাতে পাবে।’ 

বাজারে উৎপাদক, আমদানিকারক থেকে ভোক্তা পর্যায়ে যারা কোনো রকমের হস্তক্ষেপ করবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। যারা কৃত্রিম সংকট, মজুতদারি করবে—তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা ভালোভাবে ব্যবসা করবে, তাদের সহযোগিতা করা হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু। 

টিটু বলেন, ‘ভারত থেকে আমাদের পণ্য আমদানি করতে হয়, তাদের সঙ্গে আলোচনা চলছে। আমাদের সুবিধামতো পেঁয়াজ থেকে শুরু করে নিত্যপণ্য ভারতে থেকে আসে, সেগুলো আমদানিতে একটু সহজ করা হবে।’

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস