হোম > অর্থনীতি

জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশকে ৬ কোটি টাকা দেবে সুইডেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বাংলাদেশকে অনুদান দিচ্ছে সুইডেন সরকার। এ লক্ষ্যে ৪৯ লাখ সুইডিশ ক্রোনা (এসইকে), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ১৬ লাখ টাকা (১ এসইকে = ১২.৫৮ টাকা ধরে), অনুদান হিসেবে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ-সংক্রান্ত একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই অনুদান সহায়তায় স্ট্রেনথেনিং ক্যাপাসিটি অব এমওইএফসিসি, ডিওই অ্যান্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভড ক্লাইমেট রিজিলিয়েন্স’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি চলবে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হচ্ছে—পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, বন্য প্রাণি ট্রাস্ট ফান্ড গঠন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি সক্ষমতা জোরদার করা।

এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে বাংলাদেশ ও সুইডেন সরকারের মধ্যে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব (রুটিন দায়িত্বে) ড. একেএম শাহাবুদ্দিন এবং সুইডেনের পক্ষে স্বাক্ষর করেন ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও উন্নয়ন সহযোগিতাপ্রধান মারিয়া স্ট্রিডসম্যান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সুইডেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক