হোম > অর্থনীতি

১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে ওপেক ফান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন জোরদারে বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের ‘ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ ও ওপেক ফান্ডের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও ওপেক ফান্ডের পক্ষে প্রেসিডেন্ট ড. আবদুল হামিদ আল খলিফা স্বাক্ষর করেন।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইআরডি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট সহায়তার আওতায় এই ঋণ দেওয়া হচ্ছে। অর্থটি মূলত আর্থিক খাত সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যয় হবে।

চুক্তি অনুযায়ী, ১০ কোটি ডলারের সমপরিমাণ প্রায় ৯৬ দশমিক ১০ মিলিয়ন ইউরো দেওয়া হবে। ঋণের বার্ষিক সুদের হার ধরা হয়েছে ৬ মাসের ইউরিবোর সঙ্গে অতিরিক্ত ১.২০ শতাংশ। এই ঋণ পরিশোধে তিন বছরের গ্রেস পিরিয়ডসহ মোট মেয়াদ হবে ১৮ বছর।

অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) সদস্য দেশগুলোর উদ্যোগে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এটি একটি আন্তসরকারি উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান। ওপেক ফান্ড ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে বাংলাদেশে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এ পর্যন্ত সংস্থাটি সরকারি খাতে ৩৩টি উন্নয়ন প্রকল্পে ৭৯ কোটি ৩৬ লাখ ১০ হাজার ডলার ও বেসরকারি খাতে ৩১ কোটি ২ লাখ ১০ হাজার ডলার অর্থায়ন করেছে। বিশেষ করে, সড়ক পরিবহন ও বিদ্যুৎ খাতে তাদের অবদান উল্লেখযোগ্য।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত