হোম > অর্থনীতি

আয়কর আইন সংস্কারে টাস্কফোর্স গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আয়কর আইন সংস্কার ও যুগোপযোগী করতে টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২৩ সেপ্টেম্বর এই আদেশ জারি করা হয়। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব কাজী রুকাইয়া সুলতানা। 

কর অঞ্চল-৬ ঢাকার কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে আহ্বায়ক করা হয়েছে। আর সদস্যসচিব করা হয়েছে কর অঞ্চল-১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার অমিত কুমার দাসকে। 

কমিটির অন্য সদস্যরা হলেন—এনবিআরের প্রথম সচিব (কর বিধি) এম এম জিল্লুর রহমান, কর অঞ্চল–১৯, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) ড. লুৎফুর নাহার বেগম, বিসিএস কর একাডেমির পরিচালক হাফিজ আল আসাদ, কর আপিল অঞ্চল–২ ও ঢাকার রেঞ্জ-৩ এর যুগ্ম কর কমিশনার তাপস কুমার চন্দ ও কর অঞ্চল–১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার মো. মহিদুল ইসলাম চৌধুরী। 

প্রয়োজন হলে যে কোনো পর্যায়ে এই কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যেতে পারে বলেও এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে। 

আদেশে বলা হয়েছে, ইনকাম ট্যাক্স অরডিন্যান্স, ১৯৮৪ রহিতক্রমে যুগোপযোগী ও সময়োপযোগী করে সম্পূর্ণ বাংলা ভাষায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) প্রণয়ন করা হয়, যা ২০২৩ সালের ২২ জুন গেজেট আকারে প্রকাশিত হয়। এই আইনের মূল ধারা, সংশ্লিষ্ট বিধি, প্রজ্ঞাপন ইত্যাদি অধিকতর ব্যবসা ও জনবান্ধব করা এবং আইনটি মাঠ পর্যায়ে প্রয়োগ সহজতর করার লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। 

কমিটির কর্ম পরিধি বিষয়ে বলা হয়েছে, আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপন, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কার; আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপনসমূহের প্রয়োগ পর্যালোচনা ও সংস্কার; বিদ্যমান কর ব্যয়সমূহ পর্যালোচনা ও সংস্কার, সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় এবং আইনের প্রয়োজনীয় সংস্কার, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন বিষয়ক সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিল।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা