হোম > অর্থনীতি

আয়কর আইন সংস্কারে টাস্কফোর্স গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আয়কর আইন সংস্কার ও যুগোপযোগী করতে টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২৩ সেপ্টেম্বর এই আদেশ জারি করা হয়। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব কাজী রুকাইয়া সুলতানা। 

কর অঞ্চল-৬ ঢাকার কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে আহ্বায়ক করা হয়েছে। আর সদস্যসচিব করা হয়েছে কর অঞ্চল-১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার অমিত কুমার দাসকে। 

কমিটির অন্য সদস্যরা হলেন—এনবিআরের প্রথম সচিব (কর বিধি) এম এম জিল্লুর রহমান, কর অঞ্চল–১৯, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) ড. লুৎফুর নাহার বেগম, বিসিএস কর একাডেমির পরিচালক হাফিজ আল আসাদ, কর আপিল অঞ্চল–২ ও ঢাকার রেঞ্জ-৩ এর যুগ্ম কর কমিশনার তাপস কুমার চন্দ ও কর অঞ্চল–১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার মো. মহিদুল ইসলাম চৌধুরী। 

প্রয়োজন হলে যে কোনো পর্যায়ে এই কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যেতে পারে বলেও এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে। 

আদেশে বলা হয়েছে, ইনকাম ট্যাক্স অরডিন্যান্স, ১৯৮৪ রহিতক্রমে যুগোপযোগী ও সময়োপযোগী করে সম্পূর্ণ বাংলা ভাষায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) প্রণয়ন করা হয়, যা ২০২৩ সালের ২২ জুন গেজেট আকারে প্রকাশিত হয়। এই আইনের মূল ধারা, সংশ্লিষ্ট বিধি, প্রজ্ঞাপন ইত্যাদি অধিকতর ব্যবসা ও জনবান্ধব করা এবং আইনটি মাঠ পর্যায়ে প্রয়োগ সহজতর করার লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। 

কমিটির কর্ম পরিধি বিষয়ে বলা হয়েছে, আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপন, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কার; আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপনসমূহের প্রয়োগ পর্যালোচনা ও সংস্কার; বিদ্যমান কর ব্যয়সমূহ পর্যালোচনা ও সংস্কার, সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় এবং আইনের প্রয়োজনীয় সংস্কার, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন বিষয়ক সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিল।

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা

পুঁজিবাজার: আবুল খায়ের হিরুর বার্তার পর বড় উত্থান

কেএলডি অ্যাপারেলস: বন্ড অপব্যবহারে ৪.৮৫ কোটি টাকার শুল্ক ফাঁকি

পোশাকশিল্পের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ

দেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট

সংশোধিত এডিপি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল