হোম > অর্থনীতি

বেপজায় শতকোটি টাকা বিনিয়োগ করবে লিজ টোব্যাকো

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সোমবার বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর ও লিজ টোব্যাকো মেশিনারির চেয়ারম্যান লি মেং চুক্তি স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে (বেপজা) ৮৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড; বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১০১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এতে ৯২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান।

আজ সোমবার এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর এবং লিজ টোব্যাকো মেশিনারির চেয়ারম্যান লি মেং এই চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক এ এস এম আনোয়ার পারভেজ এবং লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই চুক্তি বেপজার অর্থনৈতিক অঞ্চলে প্রথম মেশিন কারখানা স্থাপনের পথকে সুপ্রশস্ত করল, যা এই অর্থনৈতিক অঞ্চলের বৈচিত্র্যময় পণ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করবে। কারখানাটি তামাক ও সিগারেট তৈরির যন্ত্র তৈরি করবে, যা হবে বেপজাধীন ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত বৈচিত্র্যময় পণ্যের নতুন সংযোজন।

নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বেপজায় প্রথম যন্ত্র উৎপাদনকারী এই প্রতিষ্ঠান বেপজার রপ্তানিমুখী শিল্পের বৈচিত্র্যায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতের প্রসারে সহায়তা করতে আমরা জোনগুলোতে আরও যন্ত্রপাতি উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগকে স্বাগত জানাচ্ছি।’

বেপজার নির্বাহী চেয়ারম্যান লিজ টোব্যাকো কোম্পানির চেয়ারম্যানকে বাংলাদেশের ইপিজেডসমূহের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান, যা দেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে।

বেনাপোলে দুই মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক, দৈনিক লোকসান ৩ লাখ টাকা

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই