হোম > অর্থনীতি

১৩ লাখ টাকার কর ফাঁকি, ই-অরেঞ্জের বিরুদ্ধে ভ্যাট গোয়েন্দার মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার এ মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

আজকের পত্রিকাকে তিনি জানান, গত ৮ জুন রাজধানীর গুলশানে ই-অরেঞ্জের অফিসে অভিযান চালিয়ে তাদের হিসাব বিবরণী জব্দ করা হয়। ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক তানভীর আহমেদ এতে নেতৃত্ব দেন। হিসাববিবরণী খতিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানটি তাদের প্রাপ্ত কমিশনের ওপর আরোপিত ভ্যাট যথাযথভাবে জমা দেয়নি। তারা প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে সরকারের ১৩ লাখ ১৬ হাজার ১৫৮ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। 

ড. মইনুল খান বলেন, বিক্রয় তথ্য গোপন করা এবং ভ্যাট ফাঁকি দেওয়া ভ্যাট আইনের লঙ্ঘন। এ জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ফাঁকি দেওয়া ভ্যাট আদায় ও পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য মামলার প্রতিবেদন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে (ঢাকা উত্তর) পাঠানো হয়েছে। 

গত ১৭ আগস্ট ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের মালিকদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির গ্রাহক মো. তাহেরুল ইসলাম। এ মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমান উল্যাহকে গত ২৩ আগস্ট পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

বছর শেষে সোনার আউন্স উঠতে পারে ৪ হাজার ৮০০ ডলারে

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ থেকে বন্ধ হচ্ছে বিমানের ম্যানচেস্টার রুট

‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

মোস্তাফিজ ইস্যু দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর: অর্থ উপদেষ্টা

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য ‘অকার্যকর’ ঘোষণা চলতি সপ্তাহে: গভর্নর

বিএনপি ক্ষমতায় গেলে অনেক সরকারি কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে: আমীর খসরু