হোম > অর্থনীতি

চিনির পর যুক্তরাষ্ট্র থেকে তেলও কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিনি আমদানির সিদ্ধান্তের এক সপ্তাহের মাথায় এবার যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করার সিদ্ধান্ত নিল সরকার। প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১১৭ টাকা ৮১ পয়সা। সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে এই তেল খোলাবাজারে বিক্রি করা হবে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গতকাল বুধবার এক সভায় ভোজ্যতেল কেনার এই প্রস্তাব অনুমোদন করেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। এর আগে ১৭ মে ক্রয় কমিটি যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি আমদানির অনুমোদন দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, যারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে কিছু কেনা হবে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সংস্থার কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। নতুন নিষেধাজ্ঞা আসতে পারে বলেও কয়েক দিন ধরে গুঞ্জন চলছে।

গতকাল মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। টিসিবির চাহিদা মেটাতে এ তেল কেনা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাকসেনচুয়েট টেকনোলজি ইনকরপোরেশনের কাছ থেকে স্থানীয় এজেন্ট ওএমসি লিমিটেড ঢাকার মাধ্যমে ২ লিটার পেটজাত বোতলে এই তেল আমদানি করা হবে। এতে খরচ হবে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১১৭ টাকা ৮১ পয়সা।

অতিরিক্ত সচিব জানান, একই সভায় টিসিবির জন্য স্থানীয় বাজার থেকেও ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে। তবে এ তেলের দাম যুক্তরাষ্ট্রের তেলের প্রায় ৫৫ শতাংশ বেশি বা লিটারে ৬৪ টাকা ৮৪ পয়সা বেশি। দেশি কোম্পানি সিটি এডিবল অয়েল এই সয়াবিন তেল সরবরাহ করবে। এতে মোট খরচ পড়বে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা।

ব্যবসায়ীরা বাদ, বাংলাদেশসহ প্রতিবেশী দেশে সরাসরি কয়লা বেচবে ভারত

ডিসেম্বরেই ভ্যাট নিবন্ধন ১ লাখ ৩১ হাজার

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শিপিং এজেন্ট লাইসেন্স নিতে লাগবে না এনবিআরের পূর্বানুমোদন

খালেদা জিয়ার কবরে বিজিএমইএর শ্রদ্ধা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: হুন্ডি নিয়ন্ত্রণে রেমিট্যান্সে জোয়ার

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি