হোম > অর্থনীতি

সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় এক ধাপ এগিয়ে সামিট গ্রুপের আজিজ খান

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় এক ধাপ এগিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। গতকাল বুধবার মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করে। সেই তালিকায় আজিজ খানের অবস্থান ৪১তম।

প্রকাশিত তালিকায় দেখা যায়, আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ১১২ কোটি ডলার।

এর আগে ফোর্বসের গত বছরের তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪২ নম্বরে। সে সময় তাঁর সম্পদের পরিমাণ দেখানো হয় ১০০ কোটি মার্কিন ডলার। তালিকায় এক ধাপ এগোনোর পাশাপাশি আজিজ খানের সম্পদ বেড়েছে ১২ কোটি ডলার।

সামিট গ্রুপ বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে একটি। বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি-বাণিজ্যসহ তাদের নানামুখী ব্যবসা রয়েছে।

গত মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আওয়ামী লীগের তিন মেয়াদে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ক্যাপাসিটি চার্জ বা ভাড়া বাবদ সরকার জনগণের ১ লাখ ৪ হাজার ৯২৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ পায় সামিট গ্রুপ।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা