হোম > অর্থনীতি

করমুক্ত আয়সীমা বাড়েনি, যোগ হয়েছে করস্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়ানো বা কমানো হয়নি। আগের মতোই বার্ষিক করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে করের স্তরবিন্যাস করা হয়েছে। আর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য সর্বোচ্চ পর্যায়ে ৩০ শতাংশ হারে নতুন একটি করস্তর তৈরি করা হয়েছে।

আজ জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই প্রস্তাব তুলে ধরেন।

করমুক্ত আয়ের ওপর ১ লাখ টাকার ওপরে আগের মতোই করহার ৫ শতাংশ বজায় রাখা হয়েছে। তবে করমুক্ত আয়ের পরবর্তী ৩ লাখ টাকার ওপরে ১০ শতাংশ করারোপ করা ছিল। সেটি করা হয়েছিল ৪ লাখ পর্যন্ত। আর ৪ লাখ টাকার ওপরে ধার্য করা ১৫ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকার ওপরে আয়ের ক্ষেত্রে। অর্থাৎ এই দুই ক্ষেত্রে কিছু ছাড় পেতে যাচ্ছেন করদাতারা।

ওপরের কর স্তরের পরবর্তী ৫ লাখ টাকার ওপরে আগের মতোই ২০ শতাংশ আয়কর ধার্য করা হয়েছে এবং এর পরবর্তী ২০ লাখ টাকার ওপরেও অপরিবর্তিত রয়েছে ২৫ শতাংশ কর। আর নতুন সংযোজন হিসাবে অবশিষ্ট টাকার ওপরে ৩০ শতাংশ হারে কর ধার্য করা হয়েছে।

এ ছাড়া মহিলা করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য করমুক্ত আয়সীমা হলো চার লাখ টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা হবে পৌনে পাঁচ লাখ টাকা। গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ টাকা হবে। আর প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা আরও ৫০ হাজার টাকা বেশি হবে।

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ