হোম > অর্থনীতি

ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৪-৫ টাকা কমাল সরকার। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য শাখার যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯২ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৯২৫ টাকার ৫ লিটারের বোতল ৯০৬ টাকা, ১৭২ টাকার খোলা সয়াবিন তেল দাম কমিয়ে ১৬৭ টাকা এবং লিটারপ্রতি ৪ টাকা কমিয়ে ১২১ টাকার প্রতি লিটার পাম তেল ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন এই মূল্য কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিত্যপণ্যের আমদানি, মজুত, মূল্য পর্যালোচনার লক্ষে গত বুধবার অনুষ্ঠিত সভার সর্বসম্মতিক্রমে ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর দেশের চিনি পরিশোধনকারি মিল মালিকেরা দাম নির্ধারণ করে। কিন্তু দীর্ঘ এক মাসেও সে দাম কার্যকর হয়নি।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭৫-১৮০ টাকা, এক লিটারের বোতল ১৮০-১৯০ টাকা, ৫ লিটারের বোতল ৮৯০ থেকে ৯২৫ টাকা এবং এক লিটার পাম তেল ১১৫-১৩০ টাকা।

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন