হোম > অর্থনীতি

সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলে ইআরএফের নিন্দা

আজকের পত্রিকা ডেস্ক­

সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। ইআরএফের নির্বাহী সদস্য শাহ আলম নূর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শনিবার ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার মুখে গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার কথা বললেও দফায় দফায় পেশাদার সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করার পর গতকাল শুক্রবার একসঙ্গে সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

এর মাধ্যমে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার রুদ্ধ করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি ও পেশাদার সাংবাদিকদের চাকরির নিরাপত্তা বিঘ্নিত করবে বলে ইআরএফ আশঙ্কা করছে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকেরা যাতে নির্বিঘ্নে সচিবালয়ে নিয়মিত যাতায়াত করতে পারেন, তা দ্রুত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইআরএফের এ দুই নেতা।

উল্লেখ্য, গতকাল ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে’ সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিপিআইয়ের সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী, মহাসচিব সাফির রহমান

ক্যাব ও বিএসটিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

থ্রি-হুইলারের লাইসেন্স ও রুট পারমিটের নীতিমালা বাস্তবায়ন করলে অর্থনীতির গতি বাড়বে: সিপিডি

ইস্টার্ন ব্যাংক ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ জিতল নগদ

ঢাকায় চার দিনের আবাসন মেলার শুরু বুধবার

বাংলাদেশ ব্যাংকের বৈঠক: স্মার্টফোনে নগদ সহায়তা ইন্টারনেটে ছাড়ের প্রস্তাব

অর্থবছরের ৫ মাস: রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার