হোম > অর্থনীতি

বিমানের দুর্নীতির তথ্য ই–মেইলে জানাতে পারবেন কর্মীরা

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুর্নীতির তথ্য জানাতে একটি হটলাইন ই–মেইল খোলা হয়েছে। এই ই–মেইলে বিমানের কর্মীরা বিমান সম্পর্কে তথ্যপ্রমাণসহ যে কোনো দুর্নীতি বা অনিয়মের বিষয়ে জানাতে পারবেন। ই–মেইলটি হচ্ছে— bimanbdaudit@gmail.com.

সম্প্রতি এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি সূত্র থেকে জানা গেছে, বিমানের অডিট ও ফিন্যান্স সংক্রান্ত উপ–কমিটির একটি বৈঠকে এ ধরনের হটলাইন ই–মেইল খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ সিদ্ধান্ত বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়।

ইতিমধ্যে, এই বিষয়টি অবগত করে কর্মীদের একটি অফিস আদেশ দিয়েছে বিমান। এতে বলা হয়েছে, ‘এই ই–মেইলে মূলত দুইটি তথ্য পাঠানো যাবে। প্রথমটি হচ্ছে, বিমানের প্রকিউরমেন্ট প্রক্রিয়া, পেমেন্ট প্রক্রিয়া, রিক্রুটমেন্ট প্রক্রিয়া ইত্যাদি নিয়ে পরামর্শ। অপরটি হচ্ছে বিমানের দুর্নীতি নিয়ে তথ্য। বিমান সবাইকে নিজস্ব ই–মেইল দিয়ে এসব তথ্য জানাতে উৎসাহিত করেছে। প্রত্যেক তথ্যদাতার নাম–পরিচয় গোপন রাখা হবে। তবে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য দেয়, সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিমান ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করবে।’

হটলাইন ই–মেইলটি কেবলমাত্র ৩ জন ব্যক্তি খুলতে পারবেন। তারা হচ্ছেন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী, বিমানের অডিট ও ফাইন্যান্স বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক আলী আশফাক এবং উপ–কমিটির সদস্য সেলিফ আর এফ হোসেন।

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

ব্যবসায়িক সংগঠনের সনদ দেওয়ার ক্ষমতা থাকছে না

চট্টগ্রাম বন্দর: ৪৫ লাখ টন পণ্য নিয়ে ভাসছে বড় বড় জাহাজ

বাজারদর: সবজির দাম চড়া, চাল চিনি, মুরগিও ঊর্ধ্বমুখী

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান