হোম > অর্থনীতি

আইকাও ট্রেনিং প্লাস সদন পেল সিভিল এভিয়েশন একাডেমি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ন্ত্রাধীন সিভিল এভিয়েশন একাডেমি আইকাও ট্রেইনার প্লাস অ্যাসোসিয়েট মেম্বারশিপ সনদ পেয়েছে।

গত ২৮ মে থেকে ১ জুন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পাবলিক অব সাউথ কোরিয়ায় আইকাও গ্লোবাল ইমপ্লিমেনটেশন সাপোর্ট সিমপোজিয়াম (সিআইএও জিআইএসএস) অনুষ্ঠিত হয়। সেখানে আইকাও গ্লোবাল এভিয়েশন ট্রেনিং প্রধান ড. লৌরা ক্যামাস্ট্রা আইকাও ট্রেইনার প্লাস অ্যাসোসিয়েট মেম্বারশিপ সনদ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের কাছে হস্তান্তর করেন।

সিআইএও জিআইএসএস সম্মেলনে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মহাসচিবসহ বিভিন্ন দেশের বিমান চলাচল সম্পর্কিত মন্ত্রী, সিভিল এভিয়েশন সংস্থার প্রধান, সিভিল এভিয়েশন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নির্বাহী, এভিয়েশন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের সিভিল এভিয়েশন একাডেমির পরিচালকসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ গ্রহণ করেন।

বিশ্বব্যাপী এভিয়েশন বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল—ওয়ার্কিং টুগেদার ফর এন ইনোভেটিভ অ্যান্ড সাসটেইনেবল গ্লোবাল এভিয়েশন কমিউনিটি।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘বাংলাদেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরিতে সিভিল এভিয়েশন একাডেমির এই সনদ লাভ আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ