হোম > অর্থনীতি

ভারত-পাকিস্তান যুদ্ধ

পোশাক খাতে ক্ষতির তেমন আশঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিকেএমইএ নির্বাচনী জোট প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছবি: আজকের পত্রিকা

ভারত-পাকিস্তান চলমান যুদ্ধের কারণে পোশাক খাতে তেমন ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো যুদ্ধ করলে তার কিছু প্রভাব দেশে পড়বে, এটা স্বাভাবিক। এতে সীমান্ত দিয়ে ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে মোটাদাগে পোশাক খাতের তেমন ক্ষতি হবে না।

গতকাল বুধবার বিকেএমইএ নির্বাচনী জোট প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাতেম এসব কথা বলেন। তিনি এই জোটের প্যানেল লিডার। সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে ১৫ দফা ইশতেহার তুলে ধরা হয়।

বিকেএমইএ নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ মে। এবারের নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে প্রগ্রেসিভ প্যানেলের ৩৫ জন আর বাকি ৩ জন স্বতন্ত্র প্রার্থী।

মোহাম্মদ হাতেম বলেন, ‘রপ্তানির ক্ষেত্রে এইচএস কোডের জটিলতা একটি বড় সমস্যা। বন্ড কমিশন থেকে যে এইচএস কোড ব্যবহার করতে বলে, আমাদের সদস্যরা সেটাই করে। তারপরও ভুল এইচএস কোডের অভিযোগ তুলে পণ্য আটকে দেওয়া হয়। এ ছাড়া ফ্রি অব কস্টে (এফওসি) কাঁচামাল আমদানি ও রপ্তানির ক্ষেত্রে উদ্ভূত জটিলতা, কম্পোজিট ইউনিটের ক্ষেত্রে আমদানি প্রাপ্যতা ও এর ব্যবহার পদ্ধতি সহজীকরণ করার জন্যও আমাদের কাজ করতে হবে। বন্ডেড প্রতিষ্ঠান থেকে নন-বন্ডেড প্রতিষ্ঠানে কাঁচামাল ও অ্যাকসেসরিজ সরবরাহে জটিলতা দূর করা, বন্ড কমিশনারেটে চলমান নানা জটিলতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, নন-বন্ডেড প্রতিষ্ঠানকে বন্ড লাইসেন্স করতে এনবিআর বাধ্য করায় তৈরি হওয়া রপ্তানির বাধা দূর করার বিষয়ে জোরালো ভূমিকা রাখতে হবে আমাদের।’

মোহাম্মদ হাতেম আরও বলেন, বর্তমানে ট্যাক্সেশন পদ্ধতি কোনোভাবেই বিনিয়োগ ও ব্যবসাবান্ধব নয়, বরং ট্যাক্সেশনের মূল চেতনা ও মৌলিক অধিকারের পরিপন্থী।

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

বছর শেষে সোনার আউন্স উঠতে পারে ৪ হাজার ৮০০ ডলারে

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ থেকে বন্ধ হচ্ছে বিমানের ম্যানচেস্টার রুট

‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

মোস্তাফিজ ইস্যু দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর: অর্থ উপদেষ্টা

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য ‘অকার্যকর’ ঘোষণা চলতি সপ্তাহে: গভর্নর

বিএনপি ক্ষমতায় গেলে অনেক সরকারি কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে: আমীর খসরু