হোম > অর্থনীতি

অর্থনীতিতে অবদান রেখেও স্বীকৃতি পাচ্ছেন না গ্রামীণ নারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রামীণ নারীরা খাদ্য নিরাপত্তা ও পল্লি উন্নয়নে ভূমিকা রেখে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু যথাযথ স্বীকৃতির পরিবর্তে তাঁরা প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন, অবহেলার শিকার হচ্ছেন। কোথাও কোথাও সহিংসতার মুখোমুখিও হতে হয় তাঁদের।

আজ বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত 'জলবায়ু মোকাবিলায় গ্রামীণ নারী' শীর্ষক ওয়েবিনারের আলোচনায় এসব কথা উঠে আসে।

ওয়েবিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, 'গ্রামীণ নারীরা খাদ্য নিরাপত্তা ও পল্লি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তাঁদের কাজের দৃশ্যমান কোনো স্বীকৃতি নেই। ফলে গ্রামীণ নারীরা অধিকাংশ সময় তাঁদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। সমাজের চোখে অবহেলিত থেকে যাচ্ছেন তাঁরা। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা পুরুষের চেয়ে ১৪ গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।' 

সাবের হোসেন চৌধুরী বলেন, 'দেশের জন্য গ্রামীণ নারীদের অবদান কীভাবে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া যায়, এর জন্য আমাদের কাজ করতে হবে।' 

গ্রামীণ নারীদের ৬০ শতাংশের বেশি কৃষিতে অবদান রাখছেন জানিয়ে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, 'গ্রামীণ নারীরা বিশেষ করে ফসল উৎপাদন, গবাদিপশু পালন ও মাছ চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তাঁদের সামাজিক অবস্থানের উন্নতি হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাব তাঁদের পরিস্থিতি আরও নাজুক করেছে।' 

গ্রামীণ নারীদের জীবনমানের পদ্ধতিগত পরিবর্তনে সুইডেন সরকার কাজ করছে জানিয়ে আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৫ নম্বর লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে লিঙ্গসমতা অর্জনের বিষয়ে সুইডেন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা অনেক দূর এগিয়ে এসেছি। উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করে তাঁদের যথাযথ স্বীকৃতি ও অধিকার প্রদানের মাধ্যমে এটি আরও শক্তিশালী করা যেতে পারে।' 

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের উপস্থাপনায় ওয়েবিনারের আলোচনায় আরও অংশ নেন ব্রিটিশ হাইকমিশনের পরিচালক (উন্নয়ন) জুডিথ হারবার্টসন, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগী উপপ্রধান কোরিন হেনচোজ পিগানানি, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক তরিকুল ইসলাম প্রমুখ। 

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

ব্যবসায়িক সংগঠনের সনদ দেওয়ার ক্ষমতা থাকছে না

চট্টগ্রাম বন্দর: ৪৫ লাখ টন পণ্য নিয়ে ভাসছে বড় বড় জাহাজ

বাজারদর: সবজির দাম চড়া, চাল চিনি, মুরগিও ঊর্ধ্বমুখী

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান