হোম > অর্থনীতি

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা আগ্রহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানায় শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল।

সাক্ষাতে অংশ নেন কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান ঐরাসেকারা, ফার্স্ট ক্যাপিটাল হোল্ডিংস পিএলসির চিফ অপারেটিং অফিসার থারুশা একানায়াকে এবং চিফ রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার দিমান্থা ম্যাথিউ। এ সময় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখও উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ, অপারেশনাল কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে সম্ভাবনাময় খাতগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে বেশ কিছু অস্থিরতা দেখা গেলেও বিদেশি বিনিয়োগকারীদের এই আগ্রহ বাজারের জন্য ইতিবাচক সংকেত বহন করে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিএসইসির পক্ষ থেকে বিদেশি বিনিয়োগের জন্য নীতিগত সহায়তা ও সম্ভাব্য সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করল ‘অল-নিউ হোন্ডা NX 200’