হোম > অর্থনীতি

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা আগ্রহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানায় শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল।

সাক্ষাতে অংশ নেন কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান ঐরাসেকারা, ফার্স্ট ক্যাপিটাল হোল্ডিংস পিএলসির চিফ অপারেটিং অফিসার থারুশা একানায়াকে এবং চিফ রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার দিমান্থা ম্যাথিউ। এ সময় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখও উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ, অপারেশনাল কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে সম্ভাবনাময় খাতগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে বেশ কিছু অস্থিরতা দেখা গেলেও বিদেশি বিনিয়োগকারীদের এই আগ্রহ বাজারের জন্য ইতিবাচক সংকেত বহন করে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিএসইসির পক্ষ থেকে বিদেশি বিনিয়োগের জন্য নীতিগত সহায়তা ও সম্ভাব্য সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস