হোম > অর্থনীতি

ভোলা নর্থ-২ কূপে গ্যাসের বড় মজুতের সন্ধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তীব্র গ্যাস-সংকট চলছে দেশে। গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন। দেশে এই সংকটের সময়ে সুখবর এনেছে বাপেক্স। ভোলা শহরে অবস্থিত একটি গ্যাসক্ষেত্রের দ্বিতীয় কূপ ভোলা নর্থ-২-এ বিপুল গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সরকারি সংস্থাটি।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বাপেক্স গত বছরের ৫ ডিসেম্বর থেকে ভোলা নর্থ-২ গ্যাসক্ষেত্রে পরীক্ষণ কার্যক্রম চালিয়ে আসছিল। গ্যাস অনুসন্ধানের জন্য এই কূপে বাপেক্স ৩ হাজার ৭৪৮ মিটার পর্যন্ত খনন করে। আজকে আমরা এই কূপে গ্যাস পাওয়া যাবে বলে নিশ্চিত হয়েছি।’

বাপেক্স ধারণা করছে, এই কূপে ভালো পরিমাণে গ্যাস মজুত আছে। প্রতিদিন ২০ মিলিয়ন ঘন ফুট গ্যাস এই কূপ থেকে উত্তোলন করা যাবে।

মোহাম্মদ আলী বলেন, ‘ভোলা নর্থ-২ কূপে গ্যাসের ৩ হাজার ৭০০ পিএসআই প্রেশার পাওয়া গেছে। গ্যাসের প্রেশার এক থেকে দেড় হাজার পিএসআই হলে ধরে নেওয়া যায় গ্যাসের ভালো মজুত আছে।’

তবে গ্যাসের প্রকৃত মজুত নির্ণয় করতে আরও ১০-১৫ দিন সময় লাগবে বলেও জানান বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক।

বাপেক্স এর আগেও এই গ্যাসক্ষেত্রের ভোলা নর্থ-১–এ গ্যাস পেয়েছিল। আজকে যে কূপে গ্যাস পাওয়া গেছে, সেটি ভোলা নর্থ-১ থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত।

ভোলা নর্থ-২ কূপের গ্যাস অনুসন্ধান কার্যক্রমে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গাজপ্রম কারিগরি সহায়তা দিয়েছে।

ঢাকা চেম্বারের সেমিনার: বিদেশে চিকিৎসার ব্যয় বছরে ৫ বিলিয়ন ডলার

বছরের বড় হাটে দুই কোটি বেচাকেনা, ঊর্ধ্বমুখী দাম

ক্রেডিট কার্ডের ব্যবহার: বিদেশে বাংলাদেশিদের খরচ বাড়ল এক মাসেই ৫১ কোটি

এআই ডেটা সেন্টারে ব্যাপক চাহিদা, তামার দাম ১২ হাজার ডলার ছুঁই ছুঁই

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট রাফি আহমেদ

চার গুণ বাড়িয়ে পেঁয়াজ আমদানি দৈনিক ৬ হাজার টন

২০৩৩ সালে দেশের স্বাস্থ্য খাত হবে ২৩ বিলিয়ন ডলারের

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লাইভ বেকারি: গরম গরম পাউরুটিতে স্বাস্থ্যঝুঁকি চরমে

ট্রুথ কমিশন গঠনে জোর