হোম > অর্থনীতি

নগদ সহায়তা ও ইউডির সার্ভিস চার্জ ২৫ শতাংশ কমাল বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নগদ প্রণোদনা ও ইউডি সেবার ওপর ফি কমিয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ।

এ ক্ষেত্রে বিশেষ নগদ সহায়তা, নতুন বাজার সম্প্রসারণ সহায়তা প্রাপ্তির সনদ, এসএমই সার্টিফিকেট, ইউডি গ্রহণ, ইউডি সংশোধনী, সার্ভিস চার্জ ও এক্সপোর্ট পারমিশন ফিসহ প্রায় সর্বস্তরের ফি ২৫ শতাংশ কমিয়েছে বিজিএমইএ। বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইউডি চার্জ কমানোর ফলে পোশাক রপ্তানি খাতে স্বস্তি ফিরবে এবং শিল্পের উৎপাদন খরচ কিছুটা কমবে বলে আশা করছেন বিজিএমইএ নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমাদের পোশাকশিল্প বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো স্থানীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে উচ্চ ব্যাংক সুদ, মজুরি বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের ঘন ঘন মূল্য বৃদ্ধির চাপের মধ্যে রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা যেন কিছুটা হলেও স্বস্তি পায়, এ জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মাহমুদ হাসান বলেন, ‘এই চার্জ কমানোর ফলে বছরে আমাদের ১৪ কোটি টাকা রাজস্ব কমে যাবে। কিন্তু তারপরও আমরা ব্যবসায়ীদের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। এটি আমরা দায়িত্ব গ্রহণের আগেই আমাদের নির্বাচনী অঙ্গীকারও ছিল।’

ব্যাক টু ব্যাক এলসি ব্যবস্থায় আমদানি করা কাঁচামাল (যেমন—কাপড়, সুতা ইত্যাদি) নির্দিষ্ট পরিমাণ রপ্তানির জন্য ব্যবহৃত হচ্ছে, তা নিশ্চিত করতেই ইউডি ইস্যু করা হয়। বিজিএমইএ রপ্তানিকারকদের এটি দিয়ে থাকে।

বিজিএমইএ সাধারণ ইউডি চার্জ ৬৩০ টাকা থেকে কমিয়ে ৪৭৫ টাকা করা হয়েছে। জরুরি ইউডি চার্জ ৯৩০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা করা হয়েছে। এ ছাড়া ইউডি সংশোধনী চার্জ ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা এবং জরুরি সংশোধনী চার্জ ৬০০ টাকা থেকে কমিয়ে ৪৫০ টাকা করা হয়েছে। বিজিএমইএ এক্সপোর্ট পারমিশন ফি সাধারণের ক্ষেত্রে ৩০০ টাকা থেকে কমিয়ে ২২৫ টাকা এবং জরুরির ক্ষেত্রে ৫০০ টাকা থেকে কমিয়ে ৩৭৫ টাকা করা হয়েছে।

বিকল্প নগদ সহায়তা ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া শূন্য দশমিক ৩০ শতাংশ বিশেষ নগদ সহায়তা প্রদান ফি রপ্তানি মূল্য ভেদে প্রতিটি স্তরেই ২৫ শতাংশ কমানো হয়েছে।

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%