হোম > অর্থনীতি

যুক্তরাষ্ট্রের তুলা আমদানিতে ভর্তুকি দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়াতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন শেল্‌টেক্ গ্রুপ ও এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান এবং বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ। তবে তিনি মনে করেন, তুলার উচ্চমূল্যের কারণে এই উদ্যোগ বাস্তবে সফল করতে হলে নগদ ভর্তুকি বা প্রণোদনা দিতে হবে।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ট্রাম্পের শুল্ক-পরবর্তী সময়ে বাংলাদেশের পোশাক খাতের নতুন কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে কুতুবউদ্দিন এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যাপারেলস ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশন (বায়লা)।

কুতুবউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের তুলার দাম প্রতি বেলে গড়ে ৪ সেন্ট বেশি, যা প্রায় ৫ টাকা ৪০ পয়সা। এই ব্যবধান বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। তাই ভর্তুকি ছাড়া এ বাজারে প্রতিযোগিতা করা কঠিন। তিনি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির জন্য গুদাম নির্মাণের উদ্যোগকে ‘সতর্ক ও কার্যকর পদক্ষেপ’ বলে অভিহিত করেন।

ট্রাম্পের বাণিজ্যনীতি প্রসঙ্গে কুতুবউদ্দিন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প উদ্ভট মানুষ। মাথায় যা আসে, তা-ই করছেন। তবে বাণিজ্য-সুনামি থাকবে না। যুক্তরাষ্ট্রের প্রতিটি দোকান খালি হয়ে যাবে। দেশটির এমন কোনো দোকান নেই, যেখানে চীনা পণ্য নেই।’

আলোচনায় আরও অংশ নেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও ফারুক হাসান, বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরিফ জহির। বায়লার সভাপতি আবরার এইচ সায়েম অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের