হোম > অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা প্রদান করা হয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) তাঁকে এই সম্মাননা প্রদান করে। গত ১২ জুন রাজধানীর একটি হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এবিবি আয়োজিত সাইবার সিকিউরিটি সামিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা দেওয়া হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন এবং এবিবির সদস্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত হয়ে তাঁর হাতে সম্মাননা তুলে দেন। 

এদিকে, গত রোববার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট উদ্বোধন করেন। দেশের ৫০ টিরও বেশি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ দুদিনব্যাপী এ সামিটে অংশ গ্রহণ করেন। এবিবি ব্যাংকারদের সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন করতে এবং ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত হতে ‘বিল্ডিং সাইবার রেজিলিয়েন্স ফর ব্যাংকস’ শীর্ষক এই দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের ১১ তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারও আগে অর্থসচিব ও রেলপথ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস