হোম > অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা প্রদান করা হয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) তাঁকে এই সম্মাননা প্রদান করে। গত ১২ জুন রাজধানীর একটি হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এবিবি আয়োজিত সাইবার সিকিউরিটি সামিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা দেওয়া হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন এবং এবিবির সদস্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত হয়ে তাঁর হাতে সম্মাননা তুলে দেন। 

এদিকে, গত রোববার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট উদ্বোধন করেন। দেশের ৫০ টিরও বেশি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ দুদিনব্যাপী এ সামিটে অংশ গ্রহণ করেন। এবিবি ব্যাংকারদের সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন করতে এবং ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত হতে ‘বিল্ডিং সাইবার রেজিলিয়েন্স ফর ব্যাংকস’ শীর্ষক এই দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের ১১ তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারও আগে অর্থসচিব ও রেলপথ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা

পুঁজিবাজার: আবুল খায়ের হিরুর বার্তার পর বড় উত্থান

কেএলডি অ্যাপারেলস: বন্ড অপব্যবহারে ৪.৮৫ কোটি টাকার শুল্ক ফাঁকি

পোশাকশিল্পের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ

দেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট

সংশোধিত এডিপি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল