হোম > অর্থনীতি

জ্বালানির উচ্চমূল্যে জার্মানিতে মন্দা

জার্মানি মন্দায় পড়েছে। গত বছর জ্বালানির মূল্য বাড়ায় ভোক্তারা ব্যাপকভাবে ব্যয় কমিয়ে দেওয়ায় উৎপাদনে বড় প্রভাব পড়েছে। একারণে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশে মন্দা দেখা দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। 

জার্মান সরকারের কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে সিএনএন বলছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে জার্মানির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি দশমিক ৩ শতাংশ কমেছে। গত বছর কমেছিল দশমিক ৫ শতাংশ। 

আগের প্রান্তিকের চেয়ে শূন্য প্রবৃদ্ধি হবে অর্থাৎ প্রবৃদ্ধি বাড়বে না বা কমবে না বলে কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় যে পূর্বাভাস দিয়েছিল, তা থেকে সরে এসে এখন প্রবৃদ্ধি কমার কথা বলেছে। পর পর দুই প্রান্তিকে (ত্রৈমাসিক) কোনো দেশের প্রবৃদ্ধি কমলে  মন্দা পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়। 

সরকারি তথ্য বলছে, বছরের শুরুতে উচ্চ মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় এটি জার্মানির অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানুষের সাংসারিক ব্যয়ের চূড়ান্ত হিসাবে তার প্রতিফলন ঘটেছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই ব্যয় ১ দশমিক ২ শতাংশ কমেছে।  

‘জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে’ প্রথম ত্রৈমাসিকে ভোক্তাদের ব্যয় কমেছে মনে করেন প্যানথিয়ন ম্যাক্রো ইকোনমিক্সের ইউরো এরিয়ার প্রধান ইকোনমিস্ট ক্লজ ভিস্টেসেন।

তবে এই মন্দা পরিস্থিতি দীর্ঘমেয়াদি হওয়ার আশঙ্কা নেই। কেননা চলতি মাসের বেসরকারি খাতের ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত জরিপের ডেটা বলছে, উৎপাদন খাতে বড় ধস দেখা গেলেও মে মাসে জার্মানিতে ব্যবসায়িক কার্যক্রম বেড়েছে।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত