হোম > অর্থনীতি

ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিমের ব্যাংক হিসাব তলব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাঁর পরিবারের ব্যাংক হিসাব স্থগিত (তলব) করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও একক ব্যক্তিমালিকানাধীন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেগুলোও জব্দ করতে বলা হয়েছে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

নির্দশনায় উল্লেখ করা হয়েছে, ওবায়দুল করিমসহ তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে আরজুদা করিম, সালমান ওবায়দুল করিম, জারীন করিম, মেহেদি হাসান এবং রেজাউল করিমের হিসাব স্থগিত রাখতে হবে। পাশাপাশি তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সকল তথ্য চাওয়া হয়েছে। আগামী ৩০ দিন তাদের এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে।

চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের এনআইডি ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে। এসব ব্যক্তি ও তাদের স্ত্রী, পরিবারের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবের মাধ্যমে লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বিভিন্ন মন্ত্রী, এমপি, রাজনীতিক, সাবেক আমলা, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। এনবিআর থেকেও নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা।

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস