দেশের ব্যাংকগুলো চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কৃষি খাতে মোট ৫ হাজার ২১০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এসব ব্যাংক গত অর্থবছরের একই সময় এ খাতে বিতরণ করেছিল ৪ হাজার ৬৮৪ কোটি টাকা।
তুলনা করলে দেখা যায়, চলতি অর্থবছরের (২০২১-২২) জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত ২০২০-২১ অর্থবছরের তুলনায় ৫২৬ কোটি টাকা বেশি বিতরণ করা হয়েছে।
ব্যাংকগুলো চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে ঋণ বিতরণে অনেকটাই পিছিয়ে পড়ে। জুলাই মাসে ৯৪২ কোটি টাকা এবং আগস্টে ঋণ বিতরণ করা হয় ১ হাজার ৭৩২ কোটি টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫৩৬ কোটি টাকা। আর ওই ব্যাংকসমূহ চলতি অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কৃষিঋণ আদায় করে ৫ হাজার ৫৮৬ কোটি টাকা।
সংশ্লিষ্ট ব্যাংকগুলো চলতি অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা।