হোম > অর্থনীতি

বিডার ওয়ান স্টপ সার্ভিসে ৭ দিনে পল্লি বিদ্যুতের সংযোগ পাওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল থেকে আবেদন করে পল্লি বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে পারবেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। এ ছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত নির্মাণ অনুমোদন ও বৃহদায়তন বা বিশেষ প্রকল্প ছাড়পত্র অনুমোদন এবং বিডার নিবন্ধনপত্রের সংশোধনী পাওয়া যাবে ওএসএস পোর্টাল থেকে। 

আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠান আয়জন করে নতুন চারটি সেবা যুক্ত হওয়ার কথা জানিয়েছে বিডা কর্তৃপক্ষ। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান। 

এ সময় বিদ্যুৎ সচিব বলেন, এখন থেকে বিনিয়োগকারীরা বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে পল্লি বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করতে পারবেন। যথাযথ কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করার সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেবে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড। 

বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, নতুন করে চারটি সেবা যোগ হওয়ায় এখন থেকে বিডার ওএসএস পোর্টালে ১৬টি সংস্থার ৫১টি বিনিয়োগ সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিডার নির্বাহী সদস্য মহাসিনা ইয়াসমিন, বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেমায়েত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। 

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই