হোম > অর্থনীতি

বুকিং দিলেই বিদেশ ভ্রমণ ফ্রি!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্লট বা ফ্ল্যাট- যেকোনো একটা কিনলেই টিভি, ল্যাপটপ, আইফোন ফ্রি। আছে বুকিং দিলেই ওমরাহ করা আর বিদেশ ভ্রমণের সুযোগও। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলায় এ রকমই নানা ছাড় ও উপহার দিচ্ছে আবাসন কোম্পানি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। 

ইউএস এসেটস লিমিটেডের পূর্বাচল আমেরিকান সিটির প্লট কিনলে পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ ছাড়। সারা বিল্ডার্স লিমিটেডে ফ্ল্যাট বুকিং দিলেই মিলছে আইফোন। আর কমার্শিয়াল ফ্লোর বুকিংয়ে পাওয়া যাচ্ছে আস্ত গাড়ি। 

ফ্ল্যাট কিনলে মাস্টার বিল্ডার লিমিটেড দিচ্ছে ল্যাপটপ। সঙ্গে থাকছে ১০ শতাংশ মূল্যছাড়। এসঅ্যান্ডডি সুইট হোম ডেভেলপার্স লিমিটেডের অফারটি আরও লোভনীয়। আবাসন মেলায় তাদের ফ্ল্যাট বা প্লট বুকিং দিলেই মিলছে ওমরাহ করার সুযোগ। এ প্রতিষ্ঠানটির প্রকল্পে বুকিং দিলেই ১০ দিনের জন্য সৌদি আরব ভ্রমণ ও ওমরা করতে যেতে পারবেন ক্রেতা। সব খরচ বহন করবে তারা। 

এসঅ্যান্ডডি সুইট হোম ডেভেলপার্স লিমিটেডের প্রকল্প ইঞ্জিনিয়ার মো. শাহিন আলম আজকের পত্রিকাকে জানান, ৫ লাখ টাকা দিয়ে তাদের প্লট বা ফ্ল্যাট বুকিং দিতে হয়। বুকিং দিলেই ক্রেতারা ১০ দিনের জন্য বিনা খরচে ওমরাহ করতে যেতে পারবেন। থাকা-খাওয়া এবং বিমানভাড়া সবকিছুই বহন করবে প্রতিষ্ঠানটি। শুধু মেলার সময়েই থাকবে এই অফার। 

পদ্মা মেরিন সিটিতে প্লট কিনলে পাওয়া যাচ্ছে ৪২ ইঞ্চি স্মার্ট টিভি। 

শুধু প্লট বা ফ্ল্যাট নয়, নির্মাণসামগ্রী আর আনুষ্ঠানিক জিনিসপত্রেও মিলছে লোভনীয় ছাড়ে। বিআরএস ডেভেলপমেন্ট লিমিটেডের ইলেকট্রনিক পণ্য কিনলেই পাওয়া যাচ্ছে ৪০ শতাংশ ছাড়। 

এবারের মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। এতে ১৫০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ আবাসন মেলায়।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত