হোম > অর্থনীতি

‘দেশের ই-কমার্স প্রতিষ্ঠানের ৮০% পরিচালনা করেন নারীরা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশের ৮০ শতাংশ ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করেন নারীরা। চলমান এই করোনা মহামারির সময় ই-কমার্স দ্রুত বিকাশ লাভ করেছে। অনেকেই এ সময় চাকরি ছেড়ে ই-কমার্সের দিকে ঝুঁকে পড়েছেন।’ 

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার ফুড কোর্ট জয়িতা বিপণন কেন্দ্রে ই-জয়িতা অনলাইন মার্কেটপ্লেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিবিএসের (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) রিপোর্ট অনুযায়ী, গত ২০০৯-১০ সালে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা ছিল ৮৯ হাজার ৮৬৮ জন। আর বর্তমানে দেশে এমন নারীর সংখ্যা ২০ লাখ ৩ হাজার ১৮৯ জন। গত ১০ বছরে নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে ১২৬ শতাংশ। বাংলাদেশ উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের বর্তমান সদস্য সংখ্যা ১২ লাখ। 

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ডিজিটাল বাংলাদেশে ই-কমার্সের মাধ্যমে পণ্যের বাজারজাত ও বিক্রির ধরনও পরিবর্তন হয়েছে। এতে উপার্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়নে এগিয়ে গেছে নারীরা। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। দেশে সরকার প্রধান থেকে শুরু করে বিরোধীদলীয় নেত্রী ও প্রশাসনের উচ্চপর্যায়ে নারী কর্মকর্তারা রয়েছেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সামাজিকভাবে নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা হিসেবে তাদের তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশনের উদ্বোধন করেছিলেন। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে নিজস্ব ভবন থেকে কাজ পরিচালনা করছে জয়িতা ফাউন্ডেশন। ক্রমে সারা দেশের সাতটি বিভাগে এ ফাউন্ডেশন গড়ে তোলা হবে, যাতে সারা দেশের নারী উদ্যোক্তারা সহজেই তাঁদের পণ্য বাজারজাত করতে পারেন। 

আজ ই-জয়িতার উদ্বোধনী অনুষ্ঠানেই ই-জয়িতা প্ল্যাটফর্মে একসঙ্গে ১ লাখ নারী উদ্যোক্তা অ্যাকাউন্ট ওপেন করেন। এখন এই নারীরা তাঁদের পণ্য এই প্ল্যাটফর্ম থেকে সহজেই বাজারজাত ও বিক্রি করতে পারবেন। 

অনুষ্ঠানে জানানো হয়, এই প্রথম ই-জয়িতা ক্রেতাদের জন্য এক ভিন্নধর্মী সুবিধা নিয়ে এসেছে। ক্রেতারা চাইলে এখন থেকে বিক্রেতার সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা ও পণ্য দেখার সুযোগ পাবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একসঙ্গে ৬৫ জন ক্রেতার সঙ্গে বিক্রেতা কথা বলতে পারবেন। 

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস