হোম > অর্থনীতি

বিমানের টিকিটে ১০ দিনের শুল্ক ছাড়

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা। ফাইল ছবি

আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে হঠাৎ করেই বাড়তি আবগারি শুল্ক কার্যকর করায় তৈরি হওয়া জটিলতা সামলাতে গত ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনাদায়ি শুল্কে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করার কথা জানিয়েছে সংস্থাটি।

বিমান টিকিটের দামের সঙ্গে আবগারি শুল্ক অন্তর্ভুক্ত থাকে, যা এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে সংগ্রহ করে সরকারকে জমা দেয়। তবে বিমান সংস্থাগুলো সাধারণত ছয় মাস আগেই টিকিট বিক্রি শুরু করে, অথচ নতুন শুল্ক কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। ফলে আগে কেনা টিকিটে আগের শুল্কই কাটা হয়েছে, আর নতুন শুল্ক আরোপ করাও সম্ভব হয়নি।

এই জটিলতা দূর করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এনবিআরকে চিঠি দেয়, যার পরিপ্রেক্ষিতে ৯-১৮ জানুয়ারি ইস্যু করা টিকিট বা যাত্রীদের কাছ থেকে বাড়তি আবগারি শুল্ক না নেওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ৯ জানুয়ারি থেকে অভ্যন্তরীণ বিমানযাত্রায় আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বেড়ে ৭০০ টাকা, সার্কভুক্ত দেশগুলোতে ৫০০ থেকে ১,০০০, এশিয়ার অন্যান্য দেশে ২,০০০ থেকে ২,৫০০ এবং ইউরোপ ও আমেরিকায় ৩,০০০ থেকে ৪,০০০ টাকা করা হয়েছে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা