হোম > অর্থনীতি

জুন থেকে অক্টোবরে নগদ টাকার প্রবাহ কমেছে ৩৯ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডলার-সংকটে উচ্চ মূল্যস্ফীতির চাপ দিন দিন বেড়েই চলছে। এ জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচন নীতি অবলম্বন করছে বাংলাদেশ ব্যাংক। ক্রমান্বয়ে দেশের মুদ্রাবাজারে নগদ টাকার প্রবাহ কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত পাঁচ মাসে প্রায় ৩৯ হাজার কোটি টাকা নগদ প্রবাহ কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুনে দেশে মোট নগদ টাকার পরিমাণ ছিল ৩ লাখ ১১ হাজার ৯৪৭ কোটি টাকা। গত অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৭ কোটি টাকা। অর্থাৎ পাঁচ মাসের ব্যবধানে দেশে নগদ টাকার প্রবাহ কমেছে ৩৮ হাজার ৯১০ কোটি টাকা।

ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে দেশে টাকার প্রবাহ কমে যাচ্ছে। এতে মুদ্রাবাজারে অর্থের সংকট দেখা দিচ্ছে। যার প্রভাব পড়ছে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায়। তবে কোনো ব্যাংক তারল্যসংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক সহায়তা দিয়ে গ্রাহকের আস্থা ধরে রাখার চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সংকোচন নীতিতে রয়েছে। সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার বিক্রি করছে। এতে মুদ্রাবাজার থেকে অর্থ ধীরে ধীরে বাংলাদেশ ব্যাংকে চলে আসছে। এ কারণে বাজারে নগদ টাকার প্রবাহ কমছে। 

যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেল শ্রীলঙ্কা

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

প্রক্রিয়াজাত-রপ্তানিতে কাঠামোগত সংকট: কৃষি-শিল্প সংযোগে বড় ঘাটতি

বাজারে নৈরাজ্য: এলপিজির সংকট নিরসনে সরকারের পাঁচ পদক্ষেপ

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

মানি লন্ডারিং প্রতিরোধে জনতা ব্যাংক ও বিএফআইইউর সভা

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বসুন্ধরায় নারী উদ্যোক্তাদের মেলা শুরু