হোম > অর্থনীতি

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাপট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক কোম্পানিগুলো। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বাড়ার পাশাপাশি সাড়ে ৯০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। এর মাধ্যমে টানা ৯ কার্যদিবস পুঁজিবাজারে মূল্যসূচক বাড়ল।

এ দিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়। তবে প্রথম ৫ মিনিটের লেনদেন শেষ হতেই বাজারে ব্যাপক অস্থিরতা দেখা যায়। এ সূচকের উত্থান তো পরক্ষণেই পতন—এভাবেই চলে লেনদেনের প্রথম তিন ঘণ্টা।

বাজারের এই অস্থিরতার মধ্যেই দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে একের পর এক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক কোম্পানি। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। ফলে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৭১টির। আর ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অপর দিকে তালিকাভুক্ত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের সব শেয়ারের দাম বেড়েছে। আর ২১টি ব্যাংকের শেয়ারের দাম বাড়ার বিপরীতে পাঁচটির কমেছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৭৮ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৮৬ কোটি ৫৩ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৪ কোটি ৭৫ লাখ টাকা।

অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৬ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৬৭ লাখ টাকা।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প