জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও আবগারি বিভাগের দুইজন সদস্যকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা হলেন মো. সাইফুল ইসলাম ও সৈয়দ গোলাম কিবরীয়া।
আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের এ কর্মকর্তাদের বর্তমান বেতন স্কেল গ্রেড-২ থেকে এনবিআরের সদস্য গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করা হলো। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, বর্তমানে এনবিআর এর সদস্য মো. সাইফুল ইসলাম কাস্টমস ও ভ্যাট প্রশাসন এবং সদস্য সৈয়দ গোলাম কিবরীয়া কাস্টমস নীতি ও আইসিটি বিভাগে কর্মরত রয়েছেন।