হোম > অর্থনীতি

উদ্যোগ না নিলে অর্থনীতি আরও খারাপ হতে পারে: সানেম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তা যথেষ্ট নয়। সঠিক সময়ে যদি যথাযথ উদ্যোগ নেওয়া না হয়, তাহলে বছর শেষে দেশের অর্থনীতি উন্নতির বদলে আরও খারাপ হতে পারে বলে মনে করেন গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সানেম আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পর্যালোচনায় এমন মন্তব্য করেন তিনি।

সানেমের নির্বাহী পরিচালক বলেন, অর্থনীতিতে এক বছর আগের তুলনায় উদ্বেগের মাত্রা বেড়েছে। যদি আমরা সামষ্টিক অর্থনীতির ফান্ডামেন্টালগুলো ঠিক করতে না পারি, তাহলে অর্থনীতি আরেক বছর পর আরও খারাপ হবে। সামনের দিনগুলোতে অর্থনীতিতে চ্যালেঞ্জ বাড়বে।

বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ রাখার বিষয়ে ড. সেলিম রায়হান বলেন, এই সুযোগ রাখলে অনেকে কালোটাকা রাখার জন্য উৎসাহিত হবেন। কারণ পরে এ অর্থ সাদা করে ফেলতে পারবেন। তবে যাঁরা কালোটাকা রাখবেন, তাঁরা সাদা করার জন্য বেশি আগ্রহী হবেন না।

করের চাপ বিষয়ে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তদের ওপর করের চাপ বেশি পড়বে। যেসব পণ্য ও সেবার কর বাড়ানো হয়েছে, তা লাক্সারি পণ্য নয়। সেগুলো এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য। মোবাইল ফোন ও সিমও এখন নিত্যপ্রয়োজনীয় একটি সেবা। এসব পণ্যের কর বৃদ্ধি করার ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর চাপ বেশি পড়বে। উচ্চবিত্তের ওপর এগুলো তেমন প্রভাব ফেলবে না।

কমতে থাকা রিজার্ভ নিয়ে এই অর্থনীতিবিদ বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে আশাব্যঞ্জক কিছু নেই। বলা হয়েছে, আগামী অর্থবছর শেষে রিজার্ভ বেড়ে ৩২ ডলার হবে। তবে এটা কীভাবে সম্ভব হবে তা কিন্তু উল্লেখ করা হয়নি। এটা বাস্তবসম্মত না।

সানেমের গবেষণা পরিচালক ড. সায়েমা হক বিদিশা বলেন, বৈদেশিক ঋণ ও ব্যাংক থেকে বেশি মাত্রায় ঋণ সরকারের ঋণের বোঝা বাড়াবে।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা