হোম > অর্থনীতি

নবায়নযোগ্য জ্বালানি খাতে ৯ হাজার কর্মসংস্থানের নতুন সুযোগ: সিপিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুৎ খাতকে যদি জীবাশ্ম জ্বালানিনির্ভরতা থেকে বের করে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করা যায়, তবে ২০৩০ সাল নাগাদ দেশে এই খাতে নতুন করে আরও ৯ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। জ্বালানি খাতে রূপান্তরের ফলে কর্মসংস্থান কমার চেয়ে সৃষ্টি হবে বেশি। গতকাল রাজধানীর ব্র্যাক ইনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘জ্বালানি রূপান্তর: কর্মসংস্থান এবং দক্ষতা’ শীর্ষক সংলাপে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এই আশার কথা জানান। 

গোলাম মোয়াজ্জেম বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে ভবিষ্যতে গ্রিড ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দক্ষতায় সমৃদ্ধ কর্মসংস্থান প্রয়োজন। জ্বালানি রূপান্তরের ফলে ২০৩০ সাল নাগাদ ৯ হাজার কর্মসংস্থানের সৃষ্টি করা যায়। তবে পরিষ্কার জ্বালানি ব্যবহারে যদি সরকারের নীতিনির্ধারকেরা অধিক গুরুত্ব দেন, তাহলে কর্মসংস্থান প্রায় চার গুণ বেড়ে ৩৭ হাজার হবে। 

দেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমানে ৯৫ শতাংশ জ্বালানি আসছে জীবাশ্ম জ্বালানি থেকে। জ্বালানি খাতের অবকাঠামো, কর্মসংস্থান, প্রতিষ্ঠানগুলো ফসিল ফুয়েলনির্ভর। উন্নত ও উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ভিন্ন। তারা ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশ্বব্যাপী ১০ দশমিক ৭ মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ২০২১ সালে। 

জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, ‘আমাদের এখন বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা অনেক বেশি। এই উৎপাদন সক্ষমতার অধিকাংশ জীবাশ্ম জ্বালানি থেকে। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিতে অনেক বেশি দেরি করে ফেলেছে।’ 

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা