হোম > অর্থনীতি

জানুয়ারিতে ঢাকায় আসছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

আজ মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। ছবি: আজকের পত্রিকা

তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের বোলাত আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছেন। এই সফর নিয়ে আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকটি বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা এবং তুরস্কের মন্ত্রীর আসন্ন সফরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের এবং এটি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন উভয় দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

রাষ্ট্রদূত রামিস সেন বলেন, তুরস্কের বাণিজ্যমন্ত্রীর এই সফর কেবল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সংহতি প্রকাশের দৃষ্টান্তই নয়, বরং দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা অন্বেষণের একটি বড় পদক্ষেপ। তিনি সফরের পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বাণিজ্য উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারও উপস্থিত ছিলেন। এ সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি নতুন বাণিজ্যিক সুযোগ উন্মোচনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ

ইবিএলের ‘এক্সিলেন্স ইন বিজনেস অ্যাওয়ার্ড’ পেল ফার্স্টট্রিপ

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

কুয়েতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করবে চীন, ৪.১ বিলিয়ন ডলারের চুক্তি

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় সোনার দাম

আইভাসের নাম বদলে হলো ‘ই-ভ্যাট সিস্টেম’