হোম > অর্থনীতি

‘পাচার হওয়া অর্থ ফেরত আনতে তৎপর গভর্নর’

আজকের পত্রিকা ডেস্ক­

হুসনে আরা শিখা। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পাচার হওয়া অর্থ ফেরতের প্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন। বিগত সময়ে বিভিন্নভাবে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান মুখপাত্র।

হুসনে আরা শিখা বলেন, ‘পাচার হওয়া অর্থ ফেরত আনতে অগ্রাধিকার দিয়ে কোন কাজগুলো করতে হবে, তা নির্দিষ্ট করার ক্ষেত্রে আমাদের দক্ষতার অভাব রয়েছে। এ জন্য আমরা বারবার আন্তর্জাতিক সহযোগিতার কথা বলছি।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আইএমএফ, বিশ্বব্যাংকসহ বেশ কিছু সংস্থা পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন সফর করেছেন গভর্নর। এ সময় শুধু পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য আন্তর্জাতিক মহলের সঙ্গে পাঁচটি বৈঠক করেছেন তিনি।’

মুখপাত্র বলেন, বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট এজেন্সি রপ্তানি উন্নয়ন তহবিলে এক বিলিয়ন ডলার বাণিজ্য-সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। দেশের বিদ্যমান রপ্তানি উন্নয়ন তহবিলের সঙ্গে এই অর্থ যুক্ত হলে বাংলাদেশের রপ্তানি কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস