হোম > অর্থনীতি

শ্রমিকেরা ন্যূনতম মজুরি চান ২০ হাজার, মালিকেরা রাজি অর্ধেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৈরি পোশাক খাতের কর্মীদের ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। বর্তমানে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা। তবে এ খাতের মালিক প্রতিনিধিরা ২ হাজার ৪০০ টাকা বাড়ানোর পক্ষে। এটা হলে ন্যূনতম মজুরি হবে ১০ হাজার ৪০০ টাকা। গতকাল নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে উভয় পক্ষ। শ্রমিকপক্ষে সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম রনি ও মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান পৃথক পৃথকভাবে মজুরি বাড়ানোর প্রস্তাব জমা দেন। প্রস্তাবগুলো গ্রহণ করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

প্রস্তাব গ্রহণ করে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, শ্রমিকপক্ষের প্রস্তাব ২০ হাজারের বেশি আর মালিকপক্ষ দিতে চায় ১০ হাজার টাকা।

নিজেদের মধ্যেই ব্যবধান অনেক। উভয় পক্ষকেই এ ব্যবধান কমিয়ে আনতে বলেন তিনি। এ সময় বোর্ডের পক্ষ থেকে উভয় পক্ষকে আরও সাত দিন সময় দেন। আগামী ১ নভেম্বর মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রস্তাবের বিষয়ে বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবে সব সময় কিছুটা পার্থক্য থাকে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিসহ নানান প্রেক্ষাপট সামনে রেখে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি।’

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের