হোম > অর্থনীতি

এডিবির ৯০ কোটি ডলার পাওয়া যাবে মার্চের মধ্যে: অর্থ উপদেষ্টা

বাজেট সহায়তা এবং ব্যাংকসহ বিভিন্ন খাতের সংস্কারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রতিশ্রুত অর্থের মধ্যে প্রাথমিকভাবে ৯০ কোটি ডলারের ঋণসহায়তা বাংলাদেশের অনুকূলে ছাড় করার কর্মপরিকল্পনা ও সময়সীমা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

আজ রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে এডিবির উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের বৈঠকে এই অর্থ ছাড়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে এডিবির পক্ষে সিনিয়র অ্যাডভাইজার অ্যাডমিন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন। 

পরে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশকে ৯০ কোটি ডলার দিচ্ছে। এর মধ্যে বাজেট সহায়তার অংশ হিসেবে ৪০ কোটি ডলার মিলবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে। আর ব্যাংকসহ বিভিন্ন খাতের সংস্কার সহায়তা হিসেবে ৫০ কোটি ডলার পাওয়া যাবে আগামী বছরের মার্চের মধ্যে। এই অর্থ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ছাড় করার আশ্বাস দিয়েছে এডিবির প্রতিনিধিদল। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। এই বৈঠকে আমরা ক্লাইমেট ফান্ড এবং অন্য জলবায়ু প্রকল্পগুলো নিয়ে আলাপ করেছি। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলাপ হয়েছে। তবে আমরা ৯০ কোটি ডলারের বাইরে জ্বালানি খাতের উন্নয়নে আরও এক বিলিয়ন ডলারের বাজেট সাপোর্ট দেওয়ার অনুরোধ করেছি। এ সময় এডিবি প্রতিনিধিদল জানিয়েছে, বাংলাদেশে এডিবির চলমান অর্থায়ন প্রকল্পগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্প নিয়েও তাদের পরিকল্পনা রয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে আমরা বেশ ইতিবাচক আলাপ করেছি।’

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি