হোম > অর্থনীতি

ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিতর্ক এবং প্রক্রিয়া যেন শেষ হচ্ছে না। শূন্যপদের বিপরীতে গতকাল বুধবার দুজনকে নিয়োগ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে তাঁরা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় এক দিন পরেই আজ বৃহস্পতিবার ফের দুজনকে নিয়োগ দিয়েছে বিএসইসি। 

স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও; ক্লিনক অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা মোমিনুল ইসলাম; ওয়েলস ফার্গো ব্যাংকের বাংলাদেশের সাবেক কান্ট্রি ম্যানেজার ও ফিন্স অ্যালায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাডভাইজরি অ্যান্ড কনসালট্যান্সির সিইও এবং চিফ কনসালট্যান্ট শাহনাজ সুলতানা। 

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ফারহানা ফারুকী আজকের পত্রিকাকে বলেন, গতকাল নিয়োগ পাওয়া দুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে মৌখিকভাবে চেয়ারম্যানের কাছে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। নিয়োগের এক দিন পরেই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছেন তাঁরা। তাঁদের না জানিয়েই কি নিয়োগ দেওয়া হয়েছিল—এমন প্রশ্নের জবাবে ফারহানা ফারুকী বলেন, ‘অবশ্যই তাঁদের জানিয়েই নিয়োগ দেওয়া হয়েছে। তা ছাড়া তো তাঁদের নাম আসার কথা নয়।’ 

এর আগে গতকাল ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া সাতজনের মধ্যে দুজন স্বতন্ত্র পরিচালক দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় ৯২২তম কমিশন সভায় দুজনকে নিয়োগ দেওয়া হয়। তাঁরা হলেন হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিন এবং জেড এন কনসালট্যান্টের চিফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বখ্ত নাসির।

চট্টগ্রাম কাস্টমসের বার্ষিক রাজস্ব আয়ের অর্ধেকই পাওনা বিপিসি ও পেট্রোবাংলার কাছে

২০২৪-২৫ অর্থবছরে বিমানের নিট মুনাফা ৭৮৫ কোটি টাকা

দেশীয় ভ্রমণে শীর্ষে কক্সবাজার, বিদেশে মালয়েশিয়া

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

লিটারে ২ টাকা করে কমল ডিজেল অকটেন পেট্রল ও কেরোসিনের দাম

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি