হোম > অর্থনীতি

নভেম্বরে আগের বছরের তুলনায় রেমিট্যান্সপ্রবাহ কমেছে ২৫%

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সদ্য সমাপ্ত নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৫৫ কোটি ৩৭ লাখ (১ দশমিক ৫৫ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২৫ শতাংশ কম।

গত বছরের নভেম্বর মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। এ হিসাবে এ বছরের নভেম্বরে আগের বছরের তুলনায় রেমিট্যান্স এসেছে ৫২ কোটি ৫০ লাখ ডলার বা ২৫ দশমিক ২৫ শতাংশ কম।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের মে মাসের দেশে সর্বনিম্ন ১৫০ কোটি ডলার রেমিট্যান্স আসে। এ ছাড়া মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও উচ্চ প্রবাহের ধারায় থাকা রেমিট্যান্স গত ছয় মাস ধরেই নিম্নমুখী।

প্রতিবেদনে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরের জুলাই-নভেম্বর—এই পাঁচ মাসে দেশে ৮৬০ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২৮ কোটি ৫২ লাখ ডলার (প্রায় ২১ শতাংশ) কম। ২০২০-২১ অর্থবছরে প্রথম পাঁচ মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৮৯ কোটি ৪১ লাখ ডলার।

এ ছাড়া ২০২০-২১ অর্থবছরের প্রায় পুরো সময় রেমিট্যান্সের উচ্চ প্রবাহ বজায় থাকায় রেকর্ড ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে, যা তার আগের অর্থবছর (২০১৯-২০) এর চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি ছিল। গত অর্থবছরের ১২ মাসের মধ্যে সাত মাসের প্রতি মাসে ২০০ কোটি ডলারের ওপরে রেমিট্যান্স দেশে এসেছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নভেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ৩০ কোটি ৯৪ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে ৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আর বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এ মাসে ১২০ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়