হোম > অর্থনীতি

আমদানি কড়াকড়িতেও চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ডলার-সংকটসহ বৈশ্বিক অর্থনীতির নানা প্রতিকূলতার প্রেক্ষাপটে দেশে পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়। এর মধ্যেও রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসে রেকর্ড রাজস্ব আদায় হয়েছে। সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ হাজার ৫৬২ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। তবে কাস্টমসের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ৬৬ শতাংশ কম প্রবৃদ্ধি হয়েছে। রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ৭৭ হাজার ৬১৬ কোটি টাকা। টাকার হিসাবে ৯ হাজার ৫৩ কোটি ২৮ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা বলছেন, ডলার-সংকটের কারণে ব্যবসায়ীরা প্রত্যাশামতো ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে পারেননি। এ কারণে কিছুটা পণ্য কম আমদানি হয়েছে। বৈশ্বিক অর্থনীতির মন্দাভাব ও ডলার-সংকট কাটিয়ে উঠলে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায় অনেক বেড়ে যাবে।

চট্টগ্রাম কাস্টমসে প্রতিবছরই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ছে। লক্ষ্যমাত্রা পূরণ থেকে পিছিয়ে থাকলেও সামগ্রিকভাবে গত বছরের তুলনায় ৫ হাজার ৯০৪ কোটি ৯১ লাখ রাজস্ব আয় বেড়েছে, যা খুবই ইতিবাচক। মূলত কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার তৎপরতায় মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি কমে গেছে। জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসে গত ২০২০-২১ অর্থবছরের প্রথমবারের মতো ৫১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়। পরের অর্থবছর ২০২১-২২-এ আদায় হয় ৫৯ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬১ হাজার ৪৬৪ কোটি ৭২ লাখ টাকা।

বেনাপোলে দুই মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক, দৈনিক লোকসান ৩ লাখ টাকা

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই