হোম > অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫ টাকা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে। নানা সংকট ও বাজারে অস্থিরতার মধ্যে সুখবর হিসেবে এসেছে এলপিজির দাম কমার খবর। গত মাসের তুলনায় প্রতি কেজিতে এলপিজি গ্যাসের দাম কমল ১ টাকা ৮৭ পয়সা। সে হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫ টাকা। ১২ কেজির এলপিজির নতুন দাম ১ হাজার ২০০ টাকা। একইভাবে দাম কমেছে অটো গ্যাসেরও। 

আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ দাম ঘোষণা করে। সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক ভার্চুয়ালি এ দাম ঘোষণা করেন। এ সময় সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অক্টোবরে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ১ পয়সা, যা সেপ্টেম্বরে ছিল ১০২ টাকা ৮৮ পয়সা। এর আগে আগস্টে এই দাম ছিল ১০১ টাকা ৬২ পয়সা। এদিকে ১২ কেজির এলপিজি অক্টোবরে দাম পড়বে ১ হাজার ২০০ টাকা, যা সেপ্টেম্বরে ছিল ১ হাজার ২৩৫ টাকা এবং আগস্টে ছিল ১ হাজার ২১৯ টাকা। 

এদিকে অক্টোবরে অটো গ্যাসের দাম কমেছে ১ টাকা ৬৪ পয়সা। চলতি মাসের জন্য অটো গ্যাসের দাম লিটারপ্রতি ৫৫ টাকা ৯২ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা সেপ্টেম্বরে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। অপরদিকে, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম কিছুটা কমেছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম সেপ্টেম্বরে ছিল শূন্য দশমিক ২২ টাকা, অক্টোবরে তা কমে হয়েছে শূন্য দশমিক ২১ টাকা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৯০ মার্কিন ডলার এবং ৫৬০ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫: ৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫৭০ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় এই দাম নির্ধারণ করেছে কমিশন।

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে