হোম > অর্থনীতি

রমজানে বাজার তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়ের তিন টিম

আজকের পত্রিকা ডেস্ক­

আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে নজরদারি আরও জোরদার করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল বুধবার থেকে ঢাকা মহানগরীতে বাজার তদারকির জন্য কাজ শুরু করবে তিনটি টিম।

আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকার বাজারগুলোয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে গঠিত টিমের সদস্যদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বাণিজ্যসচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম কর্মশালায় প্রধান অতিথি ছিলেন।

কর্মশালায় বাণিজ্যসচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি টিম নিয়মিতভাবে ঢাকা মহানগরী এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসনের সহযোগিতায় স্পেশাল টাস্কফোর্সের মাধ্যমে বাজার তদারকি পরিচালনা করে থাকে। পাশাপাশি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরও বাজার তদারকি করে, যার ফলে অবৈধ মজুতদার এবং অসাধু ব্যবসায়ীরা বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে না। বিশেষত রমজান মাসে বাজারে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

মো. আব্দুর রহিম জানান, ঢাকা মহানগরে বর্তমানে দুটি টিম নিয়মিত বাজার মনিটরিং করলেও রমজান মাসে প্রতিদিন তিনটি টিম মাঠে কাজ করবে। পাশাপাশি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ৬টি টিম বাজার তদারকি করলেও রমজান মাসে এটি বাড়িয়ে ১০টি করা হবে।

যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেল শ্রীলঙ্কা

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

প্রক্রিয়াজাত-রপ্তানিতে কাঠামোগত সংকট: কৃষি-শিল্প সংযোগে বড় ঘাটতি

বাজারে নৈরাজ্য: এলপিজির সংকট নিরসনে সরকারের পাঁচ পদক্ষেপ

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

মানি লন্ডারিং প্রতিরোধে জনতা ব্যাংক ও বিএফআইইউর সভা

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বসুন্ধরায় নারী উদ্যোক্তাদের মেলা শুরু