হোম > অর্থনীতি

চীন বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও বড় অংশীদার। ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী করোনার সময়েও বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প কলকারখানা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের ক্ষেত্রে প্রয়োজনীয় সাপ্লাই চেইন চালু রেখে সহযোগিতা করেছে চীন। 

আজ রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলন কক্ষে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং ইআরএফ আয়োজিত ‘বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অন বাইলেটারেল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড চায়না’ শীর্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। 

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য কূটনীতি এখন বেশ গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য প্রতিটি দেশ এখন কূটনীতিকে ব্যবহার করছে। এ ক্ষেত্রে চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার। চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক এবং অর্থনৈতিক সম্পর্ক বেশ ভালো পর্যায়ে রয়েছে। 

ইআরএফ এর উদ্যোগের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম একটি দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে প্রচারমাধ্যমের ইতিবাচক ভূমিকা রয়েছে। আগামী দিনগুলোতেও দেশের স্বার্থে গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। 

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দায়িত্বশীল রিপোর্টিং এর জন্য যারা আজ পুরস্কৃত হচ্ছেন তাঁরা আগামীতে আরও উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করবেন। দেশের উন্নয়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
 
পরে বাংলাদেশ-চীন সম্পর্কিত বিষয়ক কয়েকটি ক্যাটাগরিতে বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, দ্যা বিজনেস স্টান্ডার্ড-এর আবুল কাশেম, নিউ এইজের সাখাওয়াত হোসেন, ডেইলি স্টারের আহসান হাবিব, আলোকিত বাংলাদেশের মৌসুমী ইসলাম, ফিনান্সিয়াল এক্সপ্রেসের এ জেড এম আনাস (মরণোত্তর), যমুনা টেলিভিশনের আলমগীর হোসেন ও মাসুদুজ্জামান রবিন, নিউজ-২৪ এর বাবু কামরুজ্জামান, গাজী টিভির তৌহিদুল ইসলাম রানা। 

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বিসিসিসিআই এর প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তুজা, ইআরএফ সভাপতি শারমিন রিনভি, ইআরএফ এর জেনারেল সেক্রেটারি এস এম রাশেদুল ইসলাম, বিসিসিসিআই এর মহাসচিব মো. শাহজাহান মৃধা বেনু এবং ইআরএফ এর নির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম কাদির  উপস্থিত ছিলেন। 

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা চেম্বারের সেমিনার: বিদেশে চিকিৎসার ব্যয় বছরে ৫ বিলিয়ন ডলার

বছরের বড় হাটে দুই কোটি বেচাকেনা, ঊর্ধ্বমুখী দাম

ক্রেডিট কার্ডের ব্যবহার: বিদেশে বাংলাদেশিদের খরচ বাড়ল এক মাসেই ৫১ কোটি

এআই ডেটা সেন্টারে ব্যাপক চাহিদা, তামার দাম ১২ হাজার ডলার ছুঁই ছুঁই

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট রাফি আহমেদ

চার গুণ বাড়িয়ে পেঁয়াজ আমদানি দৈনিক ৬ হাজার টন