হোম > অর্থনীতি

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ৮৮ টাকা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কমানোর চার দিনের মাথায় ফের বাড়ানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৮ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াল ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ১৫ ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৭৩ টাকা কমানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, বৃহস্পতিবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ১৫ হাজার ৩০ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৪ হাজার ৪৭৮ টাকা।

বুধবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৩১৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৩ হাজার ২০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৮৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা দাম বাড়ছে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের